Khoborerchokh logo

সকল অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী 422 0

Khoborerchokh logo

ছবি: ড.হাছান মাহমুদ ,তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শাহিন বাবু:
বুধবার (১৫ সেপ্টেম্বর)২০২১ইং দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ড. হাসান মাহমুদ,তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন,চলতি সাত দিনের মধ্যে অনিবন্ধিত সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। এ বিষয়ে আদালতকে অবহিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। 
মন্ত্রী বলেন,আদালতকে আমরা জানাবো,সাত দিনের মধ্যে সবগুলো অনলাইন নিউজ পোর্টাল বন্ধ করে দেওয়া সমীচীন হবে না। অনেকগুলো বন্ধ করবো, আদালতকে জানাবো, আসলে কি প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে। আবেদনের পর যাচাই-বাছাই করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলো তদন্তকারী সংস্থাকে দেয়। সেটি শেষ করে না আসা পর্যন্ত আমরা দিতে পারি না। এ কারণেই সময় লাগছে।  
ড. হাছান মাহমুদ আরও বলেন,এখন যেগুলো রেজিস্ট্রেশনপ্রাপ্ত,সেগুলো ছাড়া আর কোনো অনলাইন ভবিষ্যতে বের হবে না,তেমন নিয়ম তো নেই। যেসব অনলাইন সত্যিকার অর্থে গণমাধ্যম হিসেবে কাজ করে না বরং নিজস্ব বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করে এবং ব্যাঙের ছাতার মতো এত অনলাইন দেশে প্রয়োজন নেই। এ বিষয়ে তিনি বলেন,যার যেমন ইচ্ছে একটি অনলাইন খুলে বসবে এবং সেটি নিয়ে যেমন ইচ্ছে তেমন সংবাদ পরিবেশন করবে,মিথ্যা সংবাদ পরিবেশন করবে, গুজব রটানোর কাজে ব্যস্ত হবে,অন্যের চরিত্র হনন করবে,ব্যবসায়িক উদ্দেশ্যে পরিচালিত হবে,কোন ব্যবসায়িক স্বার্থ সংরক্ষণের জন্য সেখানে লেখালেখি হবে,এটি কখনোই সমীচীন নয়। সেক্ষেত্রে এ আদেশ অবশ্যই একটি সহায়ক আদেশ।  


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com